শহিদুল আলম,পটুয়াখালী, ২৪-০৭-২০১৯
পটুয়াখালীর কলাপাড়ায় ড্রেজার মেশিনের পাইপে ঝালাই দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে আলম বেপারী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া তাপবিদ্যুৎ সংলগ্ন এলাকায় আজ বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম চাঁদপুরের মতলব উপজেলার হাতীরঘাট এলাকার নিয়াজ উদ্দিন বেপারীর ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তাপবিদ্যুৎ সংশ্লিষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে বলে জানান তিনি।