কিশোরগঞ্জে করোনা আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। যথাযথ মনোবল আর রোগ প্রতিরোধের জন্য ভিটামিন সি জাতীয় খাবার ও গরম পানির ভাব নেওয়া ও গরম পানিতে লবণ বা লেবুর রস দিয়ে গার্গল করার পরামর্শ দিলেন অনেক করোনা জয়ী ব্যাক্তি।
ভৈরব থানার কর্মরত নারী কনস্টেবল/ ৯৮৩ সোনিয়া আক্তার সুস্থ্য হয়ে ফিরে এসে জানালেন তার অনুভূতীর কথা।
অন্যদিকে দিন যত যাচ্ছে লগ ডাউন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিশোরগঞ্জের মানুষ। কেউ মানতে চাইছেনা লগ ডাউন। দেশে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও ভ্রæক্ষেপ নেই তাদের।
প্রয়োজনে হোক আর অ-প্রয়োজনেই হোক বাড়ির বাহিরে ঘোরাফেরা করছে মানুষ। যার ফলে লগ ডাউন পরিস্থিতির মধ্য দিয়েও তীব্র যানজট চোখে পরে কিশোরগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলাগুলোতে।
বিশেষ করে লগ ডাউনের তীব্র সংকট দেখা মেলে ভৈরবে। এ ছাড়া কেউ কেউ জীবন আর জীবিকার তাগিদে অনেকটা অনিচ্ছা শর্তেও মানছেননা লগ ডাউন।