মাদারীপুর প্রতিনিধি, ২০ জুলাই, শনিবার
মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী দিপ্তীর হত্যাকারীকে সনাক্ত করে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব ক্যাম্পের সদস্যরা। মাদারীপুর র্যাব ক্যাম্পে র্যাব-৮ এর কামার্ন্ডি অফিসার আতিকা ইসলাম সকাল সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকের এ কথা জানান।
গ্রেফতারকৃত আসামী মো. সাজ্জাদ হোসেন খানের স্বীকারোক্তি উল্লেখ করে দিপ্তির হত্যার ঘটনা বর্ণনা করেন আতিকা ইসলাম। আতিকা ইসলাম তার প্রেস ব্রিফিং এ জানান, ১৩ জুলাই অজ্ঞাত লাশ উদ্ধার ও পরে
মাদ্রাসা ছাত্রী দিপ্তীর লাশ হিসাবে পরিচয় পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করে মাদারীপুর র্যাব ক্যাম্পের সদস্যরা। লাশ উদ্ধার হওয়া পরিত্যক্ত পুকুরে ১৮ জুলাই
আবার তল্লাসী করে র্যাব।সেখান থেকে একটি ব্যাগে দিপ্তীর পোষাক পায়
এই সূত্র ধরে র্যাব তদন্ত শুরু করে। তাদের তদন্তে ১৯৯২ সালে শিশু হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাভোগ করে ২০১১ সালে মুক্তি পাওয়া ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানের জড়িত হওয়ার সন্দেহ হয়। তাই সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ক্যাম্পে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সাজ্জাদ র্যাবের কাছে দিপ্তীকে ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করে।