রাজৈরে শিক্ষকদের ৭ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান
মাদারীপুর প্রতিনিধি, ১৯.৯.১৯ ।
মাদারীপুরের রাজৈর উপজেলার চত্তরে সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের ৭ দফা দাবীতে মানববন্ধন ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।
শিক্ষকরা জানান,প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১ তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ সহ ৭ দফা দাবীতে আজ বৃহস্পতিবার বিকালে ৫ টায় উপজেলা চত্তরের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা।
পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি আবদুস সবুর মিয়া ও সাধারন সম্পাদক মো: নাজির হোসেন,সহ-সভাপতি নিখিল রঞ্জন দত্ত, জাকির হোসেন,আল মামুন ও শুশান্ত কুমার মন্ডল প্রমূখ ।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন বলেন, আমার মাধ্যমে শিক্ষকরা ৭ দফাদাবীতে সারা বাংলাদেশে গ্রেড আপডেট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেছে।